নীলাচল পর্যটন কেন্দ্র থেকে পর্যটকের লাশ উদ্ধার


নুরুল কবির    |    ০৬:০৫ পিএম, ২০২৩-০৮-২৭

নীলাচল পর্যটন কেন্দ্র থেকে পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৭ আগস্ট (রবিবার) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের এক পাহাড়ের নীচে এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংবাদ দেয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নীলাচল পর্যটন কেন্দ্র গিয়ে একটি পাহাড়ের গভীরে রশী বেঁধে সেই খাদ থেকে এক অজ্ঞাতনামা পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, মৃত পর্যটক শনিবার বান্দরবান বেড়াতে এসেছিল এবং নীলাচলের নীলাম্বরী রির্সোটে রাত্রীযাপন করেছিল।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেডক্রিসেন্ট ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে নীলাচলের গভীর খাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে নিয়ে যায়। মৃতদেহের নাম পরিচয় সনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

এদিকে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস এর সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, দুপুর ২টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে পাহাড়ের গভীরে উদ্ধার কাজ শেষ করে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত পর্যটকটি বিষ খেয়ে পাহাড় থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছে।

এদিকে এক পর্যটক এর মৃত্যুর সংবাদ পেয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।